প্রতিনিধি 7 July 2025 , 1:59:15 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার শালিখার আড়পাড়া ইসলামিয়া ফজলুল উলুম কওমিয়া এতিমখানা মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের রাতের খাবার খাওয়ালেন এবং নিজেও তাদের সাথে খাবার খেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। রোববার এশার নামাজ শেষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তিনি এ খাবার খাওয়া দাওয়া করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হবার ৩৭ বছরে কোন দলের নেতা কখনও এতিম শিক্ষার্থীদের খোজ খবর নেয়নি। এই প্রথম রবিউল ইসলাম নয়ন নিজ থেকেই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন এবং এতিমদের সাথে একসাথে খাবার খেলেন। তার এমন কাজের ভূয়সী প্রশংসা করেন ও আবেগে আপ্লিত হয়ে তার জন্য অনেক দোয়া করেন। সেই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করেন।
এতিম শিক্ষার্থী জোবায়ের, জাকারিয়া, আলামিন জানান, আমরা সবাই নয়ন ভাইয়ের সাথে একত্রে হরেক রকমের খাবার খেতে পেরে অনেক খুশি হয়েছি। এ সময় তারা আনন্দে আত্মহারা হয়ে রবিউল ইসলাম নয়নকে জড়িয়ে ধরে তাদের আনন্দ ও আবেগ প্রকাশ করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের অনেক ভালো বাসেন তার সুস্থতার জন্য দোয়া প্রত্যাশা করেন দেশবাসীর নিকট । সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবরক আহবায়ক আনিসুর রহমান মিল্টন সহ অসংখ্য নেতাকর্মীরা।