সারাদেশ

তিন দিন পরে ভেসে উঠলো লঞ্চের ধাক্কায় নিহত শিশু রায়হানের লাশ।

  প্রতিনিধি 21 March 2025 , 3:41:34 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি মিতালী ৫ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোজ হওয়া শিশু রায়হান মল্লিকের(১০) লাশ আজ ২১ মার্চ সকালে নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় ভেসে ওঠে।
সকাল ৬:৩০ এর দিকে স্থানীয়রা লঞ্চঘাটের পন্টুনের সাথে লাশ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন।সংবাদ পেয়ে নৌ পুলিশ,নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে লাশ উদ্ধার করে।
এসময় সংবাদ পেয়ে নিহত রায়হান মল্লিকের বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন।এসময় সন্তানের লাশ দেখে বার বার মুর্ছা যাচ্ছিলেন রায়হানের বাবা আলী মল্লিক ও শিশুটির মা।
১৮ মার্চ সকালে প্রতিবেশী বিপ্লবের সাথে মাছ ধরা দেখতে যায় শিশু রায়হান।এসময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়।এসময় বিপ্লব নদী সাতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোজ হয় শিশু রায়হান।
 লাশ বরিশাল নৌ পুলিশের হেফাজতে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ