নিউজ ডেস্ক
বিপিএলে এবার নবাগত দল দুর্বার রাজশাহীর বিপক্ষে গতকাল রবিবার ২৫৪ রানের রেকর্ড রান তুলেছিল ঢাকা ক্যাপিটালস। আজ চিটাগং কিংসের সৌজন্যে বিপিএলে আবারও দেখা গেছে রানবন্যা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের বিশাল সংগ্রহ তুলেছে চিটাগং। দলটির হয়ে হাফ সেঞ্চুরি করেছেন দুই বিদেশি ক্রিকেটার উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন চিটাগংয়ের আরেক বিদেশি ক্রিকেটার হায়দার আলি।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের শেষ বলে পারভেজ হোসেন ইমনকে হারায় চিটাগং। দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়েন উসমান ও ক্লার্ক। ৩৯ বলে ৬৮ রান যোগ করেন এই দুজন। দলীয় ১০০ রানের মাথায় ফর্মে থাকা উসমান (৩৫ বলে ৫৩) ফিরলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান ক্লার্ক।
১৪৮ রানের মাথায় থামেন দৃষ্টিনন্দন ব্যাটিং করা ক্লার্ক। তবে ৩৩ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলে সিলেটকে বড় বিপদে ফেলেন তিনি। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান এই তারকা। চার নম্বরে নেমে ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। চিটাগংকে দুই শ পার করতে সাহায্য করেন হায়দার আলি। ৪২ রান করার পথে ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান এই পাকিস্তানি তারকা।
৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে সিলেটের সবচেয়ে সফল বোলার তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ৩০ রান খরচায় এক উইকেট স্পিনার নাহিদুল ইসলামের। পেসার রুয়েল মিয়া ও অধিনায়ক আরিফুল একটি করে উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে।