অন্যান্য

তিস্তার চরে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  প্রতিনিধি 6 November 2024 , 7:04:38 প্রিন্ট সংস্করণ

কামরুল হাসান,

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার চরাঞ্চলে আমন ধানের বাম্পার ফলন। নতুন ফসল ঘরে তুলতে সীমাহীন আনন্দে তিস্তাপাড়ের কৃষকরা। চলতি বছরে পরপর তিনবার স্বল্পমেয়াদি বন্যার কারনে সেচ ছাড়াই আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষকরা।

চরাঞ্চলের কৃষকরা বলেন, আমাদের সুন্দরগঞ্জ নিম্নাঞ্চল হওয়ায় প্রতিবছর বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও চলতি বছরে তেমন কোন ক্ষতি করতে পারেনি সর্বনাশা তিস্তা। বর্তমানে ধানের বাজার দরে সন্তুষ্ট তারা।

চরের কৃষকরা জানান,চলতি বছর বিঘা প্রতি ১৪ থেকে ১৬ মন করে আমন ধান পাবেন তারা।প্রতি মন ধানের মূল্য ১৩৩০ থেকে ১৪০০ টাকা। বর্তমানের বাজার দরে লাভবান হবেন এ চরাঞ্চলের কৃষক।

সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের চরাঞ্চলে গিয়ে দেখা যায়, অনেকেই প্রচুর রোধে খুশিতে আমন ধান ক্ষেত দেখছেন। আবার অনেকেই আমন ধান কাটছেন । আবার অনেকেই কাটা ধান নৌকা দিয়ে পার করছেন। আবার কেউ কেউ তিস্তার চরাঞ্চলে বালুর মধ্যে ধান মাড়াই করে বস্তায় ভরছেন,

সুন্দরগঞ্জের হরিপুরের তিস্তা চরের কৃষক হাইপদ মিয়া বলেন,গত বছর বন্যায় আমন ধান তলিয়ে যায়। দীর্ঘদিন পানির নিচে থাকায় পচন ধরে।এ বছর স্বল্পমেয়াদি বন্যা হওয়ার কারনে ধান ভালো হয়েছে।সঠিক মূল্য পেলে লাভবান হবো।

কৃষক মিষ্টি মিয়া বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে ধানের দাম বেশি হওয়ায় লাভবান হবো।

পাশ্ববর্তী চিলমারী এলাকার হিরু (মাস্টার) বলেন,
কৃষি বিভাগের লোকজন যদি চরাঞ্চলে এসে কৃষকদের পরামর্শ দিত, ভর্তুকি দিতো তাহলে ফলন আরও ভালো হতো। লাভবান হতো চরাঞ্চলের কৃষকরা।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির দৈনিক চেতনায় বাংলাদেশ কে জানান, চরাঞ্চলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমান ধানের বাজার ভালো হওয়ায় কৃষকরা এবার লাভবান হবেন।চলতি মৌসুমে তিস্তা চরাঞ্চলে ২৯ হাজার ৮৫২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এছাড়াও আমন ধান ঘরে তোলার পর ভুট্টা,আলু শাকসবজি ইত্যাদি চাষের জন্য প্রস্তুত নিচ্ছে চরাঞ্চলের কৃষকরা। কৃষি অফিস থেকে তাদের কে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ