কামরুল হাসান,স্টাফ রিপোর্টার
সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর হরিপুর ইউনিয়নের তিস্তা ব্রিজের পাশে পানিতে পড়ে গিয়ে আব্দুল্লাহ নামে ১ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, মৃত শিশুর নাম আব্দুল্লাহ (১), সে উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা ফরিদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আব্দুল্লাহ খেলার ছলে পরিবারের অজান্তে তিস্তা ব্রিজ সংলগ্ন একটি জলাশয়ের ধারে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভেসে থাকতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আব্দুল্লাহর অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।