প্রতিনিধি 16 February 2025 , 6:01:28 প্রিন্ট সংস্করণ
মোঃজাহাঙ্গীর আলম রিকো,
লালমনিরহাট প্রতিনিধিঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির ডাকা আন্দোলনের সাথে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েলের মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করে।
রবিবার (১৬ফেব্রুয়ারি) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাতীবান্ধায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
হাতীবান্ধা শহর থেকে পদযাত্রা শুরু হয়ে বড়খাতা ও তিস্তা ব্যারেজ প্রদক্ষিণ করে আবার হাতীবান্ধায় এসে শেষ হয়।মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বড়খাতা ও তিস্তা ব্যারেজে এই দুইটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন, সায়েদুজ্জামান কোয়েল, মোকসেদুল রহমান,হাসানুল আলম খান জুয়েল,আব্দুর বাজ্জাক সবুজ ও শাহজাদ ফেরদৌস বাবু।
মোঃজাহাঙ্গীর আলম রিকো।