প্রতিনিধি 11 December 2024 , 5:08:24 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
ঘন কুয়াশায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
বুধবার সকালে যানবাহন ও যাত্রী বোঝাই করে ফেরিগুলোকে দুইপাশের ঘাটে আটকা থাকতে দেখা গেছে। দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্যালয়ের ম্যানেজার মো. সালাউদ্দিন সমকালকে বলেন, কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।