অন্যান্য

তীব্র শিতে কাঁপছে পঞ্চগড়,অতিরিক্ত শীতের কারণে বিপর্যস্ত নেমে এসেছে জনজীবনে 

  প্রতিনিধি 24 January 2025 , 6:00:55 প্রিন্ট সংস্করণ

শাহিনুর রহমান

 

পঞ্চগড়ে আজ( শুক্রবার ) তাপমাত্রা তেতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ছয়টায় রেকর্ড করা হয়েছে ১০.০ ডিগ্রি সেলসিয়াস,, তথ্যটি আমাদের নিশ্চিত করেছে তেতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো: রোকনুজ্জামান,, তিনি বলে গতক কয়েকদিন থেকেই ঘন কুয়াশার কারণে শীতের পরিমাণটা বেড়েছে ঘন কুয়াশায় ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা আরো কয়েকদিন থাকতে পারে এই কুয়াশা , সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে না রোদের।

তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ঘটনা এড়াতে দিনেও আলো জ্বেলে চলছে যানবাহন।

বিপাকে পড়তে হচ্ছে,খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের,,জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঘন কুয়াশা। হিম বাতাসে ঝরছে শীতের পারদ। শহর ও গ্রামীণ সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের তীব্রতায় জর্জরিত শিশু ও বৃদ্ধরা। লাগাতার শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষেরা । কাজকর্ম কমে যাওয়ায় তাদের দিন কাটছে অভাব-অনটনের ভেতর।

ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধারাও,, হাসপাতাল গুলোতে বেট খালি না থাকায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন আউটডোরে

 

শাহিনুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ