অন্যান্য

তীরে গিয়ে তরি ডুবল খুলনার, রংপুরের টানা ৭ জয়

  প্রতিনিধি 14 January 2025 , 5:16:51 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

শেষ ৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে মাত্র ২২ রান দরকার ছিল খুলনা টাইগার্সের। উইকেটে দুই সেট ব্যাটার আফিফ হোসাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে এই সমীকরণও মেলাতে পারল না খুলনা। শেষ ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় রংপুর। ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে। আর টানা ৭ জয় তুলে ধরাছোঁয়ার বাইরে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রংপুর রাইডার্স।

 

 

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের শেষে প্রথম উইকেট হারায় খুলনা। ১৫ বলে ১৭ রান করে আউট হন দারুউইশ রাসুলি। দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করেন মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দলীয় ৯২ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে আউট হন মিরাজ। ২৪ বলের ইনিংসে ৩টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার।

 

তৃতীয় ব্যাটার হিসেবে নাঈম যখন আউট হন তখন দলের রান ১৪ ওভার ৫ বলে ১৩৭। ৪১ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন খুলনার এই ওপেনার। দারুণ শুরু করেও খুলনার হয়ে ম্যাচ শেষ করে ফিরতে পারেননি আফিফ হোসেন। ১৫ বলে ২৯ রান করে বিদায় নিতে হয় তাকে। তার বিদায়ের পরই খুলনার বিপর্যয়ের শুরু। স্পিনার মেহেদী হাসান ও দুই পেসার আকিফ জাভেদ আর মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখে খুলনার ব্যাটাররা। মাঠ ছাড়তে হয় হারের গ্লানি নিয়ে।

 

এর আগে প্রথমে ব্যাট করে দুই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাটিংয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুটা অবশ্য মোটেও ভালো করতে পারেনি রংপুর। অ্যালেক্স হেলসের অভাব দলটি ভালোভাবেই বুঝেছে। হেলসের পরিবর্তে সুযোগ পাওয়া স্টিভেন টেইলর আউট হয়েছে ১৩ রান করেই। ফর্মে থাকা সাইফও ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করে দলটি।

 

ওপেনার তৌফিক খান তুষার ৩৬ রান করলেও খরচ করেন ৩০ বল। ১১তম ওভারের তৃতীয় বলে আউট হন তৌফিক। দলের রান তখন মোটে ৭০। এরপরই ৫৬ বলে ১১৩ রানের দুর্দান্ত সেই জুটি গড়েন খুশদিল-ইফতিখার। বিশাল এই জুটিতে ইফতিখারের অবদান মোটে ৩০ রান। ইনিংস শেষ হওয়ার আগের বলে আউট হন ইফিতিখার। তখন তার নামের পাশে ৩৬ বলে ৪৩ রান। ৫টি চারে এই রান করেন তিনি।

 

অন্যদিকে, ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন খুশদিল। ৩৫ বরে ৭৩ রানে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটার। ৪টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৬টি। রংপুরের হারানো ৫ উইকেটের মধ্যে ৪টি ভাগাভাগি করে নেন হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। রংপুরের শেষ ব্যাটার সোহান হয়েছেন রান আউট।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে “পুষ্টি ক্যান্টিন” কর্মসূচির উদ্বোধনঃ

কারাগারে যুবক অন্য কক্ষে, বিনা সঙ্গমে মা হওয়ার দাবি তরুণীর!

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ে বন্ধ চিনি কল চালু করার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

কালুখালীর মাজবাড়ীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল।