প্রতিনিধি 10 May 2025 , 5:45:15 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ জয় (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার লোহাগাছ ফালু মার্কেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জয় ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে এবং শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২)-এর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল ঘরে গিয়ে ছুরি এনে জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জয়কে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোজাম্মেল হককে আটকের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।