প্রতিনিধি 15 January 2025 , 5:30:26 প্রিন্ট সংস্করণ
—তুমি এলে সুখ আসে
অভাগা মন বলে—
লেখক/কবি: শেখ তিতুমীর আকাশ।
সময়: ১৫/০১/ ২০২৫ ইং
দু চোখের কান্নার ক্ষত থেমে যাওয়া ঝড়,
যদি না ফিরেই না আসো প্রিয়—
কাটবে যে মোর বৃথায় অবসর।।
জানিনে কিসের টান কেন এত ভয়,
যত তার স্মৃতি মুছে ফেলি—
তবু অতীত বার-বার কাঁদায় হই বিস্ময়।।
আজি দুচোখে জল ঝরে বর্ষার কালে,
জমে থাকা সেই স্মৃতি পিছু ডাকে মোরে—
শ্রাবণের বিষাদ বহে আজি বাইশের ভোরে।।
তুমি এলে সুখ আসে অভাগা মন বলে,
বিঁধে থাকা আঘাত গুলো বাইরে থেকে হাসে—
চোখের মায়ায় জাল বুনি-বসন্ত আসে ফাল্গুনে।।
এসো অতীতের সব স্মৃতি পুড়িয়ে আগুনে,
কথার নকশা আঁকি ভালবাসার নীরবতা বুনে—
অপেক্ষা প্রবাহমান মাটিতে মিশে সবি যাবে।।