প্রতিনিধি 4 July 2025 , 5:59:25 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলীর আদরের একমাত্র বোন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রমিজের মা সাহিদা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার(৩ জুলাই) রাতে তেরখাদা সদরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে তেরখাদা উপজেলা ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তেরখাদা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মরহুমা সাহিদা বেগম সামাজিক ও পারিবারিক জীবনে একজন সজ্জন, ধর্মপ্রাণ ও শ্রদ্ধাভাজন নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।এদিকে তেরখাদা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।