পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত কালিনগর বাঁধের উপর ইউনিয়নবাসির উদ্যোগে টেকসই ভেড়িবাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগরের ভদ্রা নদীর তীরে বাঁধের উপর ওই মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন,আমরা ত্রান চাই না,টেকসই ভেড়িবাঁধ চাই। তারা আরো বলেন,গত আগস্টে ২২নং পোল্ডারে ভদ্রা নদীর তীরে প্রায় ৩শ ফুট ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে নদী গর্ভে চলে যায়। এতে প্রায় ১৫হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।আর এই এলাকায় নেই কোন সাইক্লোন সেল্টার। মানুষ আশে পাশের উঁচু সড়ক ও স্কুল গুলোতে আশ্রয় নেয়। এখনো তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। এ সময় ক্ষতি হয় ৪৫৫ একর জলাশয়, ২০৬ টি নলকূপ,২৫টি মসজিদ ও মন্দির,১২টি শিক্ষা প্রতিষ্টান, ১টি কমিউনিটি ক্লিনিক, ৪৯ কিলোমিটার কাচা-পাকা রাস্তা, ১২০একর আমন ফসলের বীজতলা সহ সর্বোমোট প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।অধিক ঝুঁকিপূর্ন দেলুটি ইউনিয়নের সাড়ে ২৫ হাজার মানুষ কে বাঁচাতে মানববন্ধন সহ পানি সম্পদ মন্ত্রনালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল স্মারকলিপি দিয়েছেন বলে তারা উল্লেখ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য পলাশ কান্তি রায়। উপস্হিত ছিলেন,দেলুটি ইউপি'র প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ,ইউপি সদস্য মেরি রানী সরদার,বদিয়ার হোসেন,প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়,মানবেন্দ্র ঘোষ,অকিল হালদার, প্রশান্ত রায়,তুষার কান্তি রায় সহ এলাকার শত শত নারী পুরুষ।