মৌলভীবাজার প্রতিনিধি
দলীয় নীতি ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এর প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (২২ আগস্ট ) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উক্ত নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তাঁদের আচরণ দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি ভোরের আকাশ কে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও কঠোরভাবে অনুসরণ করা হবে।