প্রতিনিধি 15 January 2025 , 4:06:56 প্রিন্ট সংস্করণ
হৃদয় চন্দ্র (পটুয়াখালী)
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় মন্দির দখলকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে কৃষ্ণ ভক্ত ও মতুয়া ভক্ত সম্প্রদায়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি কৃষ্ণ মন্দির বিদ্যমান ছিল, যেখানে কৃষ্ণ ভক্তরা পূজা করতেন। তবে কয়েক বছর আগে মতুয়া সম্প্রদায়ের লোকেরা ওই মন্দিরের পাশেই আরেকটি মন্দির স্থাপন করেন। নতুন মন্দির প্রতিষ্ঠার পর থেকেই দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সন্ধ্যায় মতুয়া সম্প্রদায়ের কৃষ্ণা রানী পূজার জন্য মন্দিরে গেলে কৃষ্ণ ভক্ত লক্ষ্মী রানীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্রের ব্যবহার হয় এবং নারী-পুরুষসহ আটজন আহত হন।
আহতরা হলেন মতুয়া ভক্ত সম্প্রদায়ের কৃষ্ণা রানী (৩৫), নিকট চন্দ্র হাওলাদার (১৭), বিভাষ চন্দ্র হাওলাদার (৩০) এবং ঝুমুর রানী (২৫) অপরদিকে কৃষ্ণ ভক্ত সম্প্রদায়ের লক্ষ্মী রানী (৪০), সুবর্ণা রানী (১৫), অন্তরা রানী (১৫) এবং চপলা রানী (২৫)।আহত সকলকে চিকিৎসার জন্য দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বলেন, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই সম্প্রদায়ের লোকদের ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”