প্রতিনিধি 5 February 2025 , 4:00:29 প্রিন্ট সংস্করণ
হৃদয় চন্দ্র (পটুয়াখালী)
পটুয়াখালী দশমিনা উপজেলা আলিপুরা ইউনিয়নের চাদপুরা গ্রামের ১ নং ওয়ার্ডের তরমুজ ক্ষেতের পাশে একটি টোং ঘর থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্দার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টায় স্থানীয়রা টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছায়। দশমিনা থানার এসআই মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো: ফখরুল ইসলাম জানান, সকাল দশটায় তরমুজ ক্ষেতের কাজে নিয়োজিত মাহাতাব চাষাবাদের জন্য গেলে সে টোং ঘরের ভিতরে খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। পরে আমাদের জানালে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই।
দশমিনা থানার এস আই মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের লাস উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, মংগলবার রাত ১০ টার সমতে একই গ্রামের রাস্তার পাশ থেকে চালকবিহীন একটি অটো গাড়ি উদ্ধার করা হয়। উক্ত অটো গাড়ির মালিকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে গাড়ির নাম্বার প্লেটে পটুয়াখালী পৌরসভার নাম্বার। স্থানীয়রা জানাচ্ছেন মৃত যুবকের সাথে অটো গাড়িটির সংশ্লিষ্টতা থাকতে পারে।