অন্যান্য

দাওয়াত না পাওয়ায় বিএনপির একই গ্রুপের সংঘর্ষ, আহত২

  প্রতিনিধি 23 February 2025 , 10:53:04 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন দুমকী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু। তাদের উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
স্থানীয় সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আসেন। তার আগমনকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও, আনোয়ার হোসেন হাওলাদার নামে এক সমর্থক দাওয়াত পাননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এতে দুজন আহত হন।
তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
বিষয়টি জানতে চাইলে দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান দৈনিক চেতনায় বাংলাদেশ কে  বলেন, আলতাফ হোসেন চৌধুরী হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন, তা আমার জানা নেই

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ