বিশেষ প্রতিনিধি
সারাদেশের ন্যায় ছাত্র-জনতার অভ্যুত্থান, রাজনীতির দাপুটে বাড়ি হিসেবে খ্যাত ‘শেখ বাড়ি’তে বিক্ষুব্ধ জনতার রোষানলসহ নানা ঘটনায় আলোচিত ছিল খুলনা। এসব ছাড়াও আলোচনায় ছিল দ্বাদশ সংসদ নির্বাচন, নতুন রুটে ট্রেন যাত্রা, চোখ-মুখে সুপার-গ্লু ব্যবহার করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ প্রভৃতি।
বছরের শুরুতে বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতার আসনে বসার মাত্র ৮ মাসের মাথায় ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে পালাতে হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ সমমনাদের বয়কটের মধ্য দিয়ে এ ভোটে দুজন নারীসহ ৩৯জন প্রার্থী অংশগ্রহণ করেন। নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নির্বাচনে কিছুটা উত্তাপ ছিল খুলনা-৪, ৫ ও ৬ আসনে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনার রাজপথ। আন্দোলনের শুরু থেকেই খুলনার রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। গোটা আন্দোলন অহিংস থাকলেও ১ আগস্ট দিবাগত রাতে সার্কিট হাউজে শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে নিয়ে হুমকি-ধমকি দেন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্তারা। পরদিন ২ আগস্ট খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত ও অনেকের অঙ্গহানির ঘটনা ঘটে। এদিন বিকেলে সংঘর্ষ চলাকালে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। ৪-৫ আগস্ট আগস্ট আওয়ামী লীগ কার্যালয়, শেখবাড়ি, খুলনা বেতার, জেলা পরিষদে খুলনা বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৫ আগস্ট আসে চূড়ান্ত বিজয়। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের ক্ষমতার। দলীয় কার্যালয় হামলায় গুরুতর আহত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও নগর যুবলীগের সভাপতি শেখ শাহজালাল সুজন।
গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ নামে একটি জাহাজ জিম্মি করে। ওই জাহাজের দ্বিতীয় প্রকৌশলী ছিলেন খুলনার মো. তৌফিকুল ইসলাম। তিনি ১৫ মে নগরীর করিমনগরের বাড়িতে আসেন। তার আগমনে আনন্দের জোয়ার বইতে শুরু করে পরিবার ও এলাকাজুড়ে।
১১ ফেরুয়ারি খুলনায় অজ্ঞাত দুর্বৃত্তরা এক গৃহবধূ (৪৫)কে চোখ-মুখে সুপারগ্লু দিয়ে সংঘবন্ধ ধর্ষণ করে। ঘটনাটি জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে। ওইদিন কলেজ পড়ুয়া তাঁর ছেলে-মেয়ে ও স্বামী বাড়িতে ছিলেন না। একতলা ভবনের ছাদের উপরের সিড়ি ঘরে দিয়ে প্রবেশ করে। প্রথমে তাঁকে দড়ি দিয়ে হাত-পা বাধে। এক পর্যায়ে চোখে মুখে সুপারগ্লু লাগিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। দুর্বৃত্তরা বাড়ি থেকে স্বর্ণলঙ্কার, নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়।
২৮ জানুয়ারি খুলনায় ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে ফিস্মি স্টাইলে অপহরণ করা হয়। ওইদিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ওই নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। গত ৯ অক্টোবর ওই নারীর খালাতো ভাই পরিচয়দানকারী গোলাম রসুল বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন। মামলায় ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আসামী হয়েছেন।
২৫ বছরের মধ্যে খুলনায় রেকর্ড তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বিদায়ী বছরের ১ মে। এপ্রিল ও মে মাসের টানা দাবদাহে বিপাকে পড়ে মানুষ। অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
ফি বছর মে মাস জুড়ে খুলনাসহ উপকূলীয় এলাকায় দুর্যোগের আতংক বিরাজ করে। আইলা থেকে মোখা, মোখা থেকে রিমাল মে মাসেই হানা দিয়েছে। গেল বছর মে খুলনা উপকূলে হানা দেয় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। ২৬ মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনার ৬৮টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড ক্ষতির কবলে পড়ে। ২০ হাজার ৭৬২ টি বাড়িঘর সর্ম্পূণসহ ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৬ হাজার ৯০৪টি। ৫৫টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে পড়ে। এরমধ্যে ৩২টি পয়েন্টে ১ দশমিক ৭০৫ কিলোমিটার বাঁধ ভেঙে যায়। রিমালের তাণ্ডবে খুলনা উপকূলের সাড়ে ৪ লাখ মানুষ ক্ষতির শিকার হন।
আলোচনায় ছিল বেসরকারি সালাম জুট মিলে আগুন। ৩ এপিল বিকালের ওই আগুনে রূপসার উপজেলার ওই মিলটির রপ্তানিজাত পাটপণ্যসহ ১২৫ কোটির টাকার বেশী ক্ষতি হয়। ৭ এপিল রূপসা নদীকে সার বোঝাই কার্গো জাহাজ এমভি থ্রী লাইট নেভিগেশন ডুবিতে নিহত হন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন।
খুলনায় জেলা পরিষদের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ঘটনায় অনুসন্ধান কাজে লাঞ্ছিত হয়েছিলেন ঢাকায় কর্মকরত যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম (৩৬)। ৮ জুলাই দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবর রহমান এ ঘটান। এ নিয়ে পেশাজীবী সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাশেদ নিজাম এ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী ও জেলা পরিষদ নির্বাহী কর্মতার কাছে অভিযোগ দিলে এখন বহাল তবিয়তে এস এম মাহবুবর রহমান। রাশেদ যমুনা টেলেভিশনের ‘থ্রি সিক্সটি ডিগ্রি’ অনুসন্ধানী টিমের সদস্য ছিলেন।
খুলনা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। ১ নভেম্বর রাত পৌনে ১০টায় খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচে যাত্রীদের।
অপরদিকে ১ জুন ‘মোংলা কমিউটার’ ট্রেন প্রথমবারের মতো মোংলা রুটে যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
এদিকে রেল সেক্টরের আরেকটি ইতিহাস গড়ে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকার জন্য নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে মাত্র পৌনে ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় চলাচল করতে পারছেন যাত্রীরা। ২৪ ডিসেম্বর প্রথমযাত্রায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সময় ও ভাড়া অনেক কমেছে ভাড়াও।