অন্যান্য

দামুড়হুদায় পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু

  প্রতিনিধি 22 November 2024 , 11:12:39 প্রিন্ট সংস্করণ

 

 মোঃ অমিদ হাসান

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত লাবিব দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের করিমপুরপাড়ার কৃষক উজির আলীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে লাবিব ছিল ছোট।

হোম দামুড়হুদা, লিড দামুড়হুদায় পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু লাবিবের

দামুড়হুদায় পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশু লাবিবের

 

 

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুরে পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে আড়াই বছর বয়সী শিশু লাবিবের মৃত্যু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত লাবিব দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের করিমপুরপাড়ার কৃষক উজির আলীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে লাবিব ছিল ছোট।

 

 

 

চুয়াডাঙ্গায় নারীসহ ৫ জনকে পিটিয়ে হাসপাতালে পাঠাল প্রতিপক্ষ

 

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির পাশেই রাস্তার উপরে চলে গেলে একটি ভ্যানের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই শিশু লাবিব মারা যায়। অভিযোগের না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়ায় শিশু লাবিবের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য শওকত আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বাড়ির থেকে বের হয়ে রাস্তার উপরে চলে এসেছিল ছোট্ট শিশু লাবিব। এ সময় দ্রুতগতির একটি পাখিভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লাবিবের।

তিনি আরও বলেন, শিশু লাবিবের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলেকে হারিয়ে মা-বাবা যেন পাগলপ্রায়। বাদ ইশা জানাযার নামায শেষে গ্রামের কবরস্থানে শিশু লাবিবের দাফন সম্পন্ন হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ