অন্যান্য

দায়িত্বশীল ভূমিকা পালন করায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি বিজয়ী হয় -এবিএম মোশাররফ

  প্রতিনিধি 9 November 2024 , 4:03:46 প্রিন্ট সংস্করণ

 

সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)

 

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তাই এই বাংলাদেশ যতোগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততোবার মানুষ বিএনপিকে জয়যুক্ত করিয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে দূর্নীতি করে বাংলাদেশ থেকে। তার পালিয়ে যাওয়ার পর দেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও হত্যা করা হয়নি। কারন বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। অথচ সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে সারা দেশে পাঁচ লাখ মানুষকে হত্যা করা হবে।

 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করছে। তাই বিএনপি মানুষের যে কোন বিপদে পাশে থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে।

 

শুক্রবার (০৮ নভেম্বর) বিকাল চারটায় কলাপাড়ার চাকামইয়া নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

চাকামইয়া বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ। সভায় কলাপাড়ার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার মানুষ যোগ দেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ