দিনাজপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের পাহাড়পুর জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াত মনোনীত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীন।
দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মোঃ মেহরাব আলী'র সভাপতিত্বে এবং সদর উপজেলা সেক্রেটারি নুরুল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন থানা কর্ম পরিষদ সদস্য খুরশীদ আলম এবং ৬ নং ইউনিয়নের আমির হাবিবুল্লা বেলালী। এছাড়াও, সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ মমতাজ উদ্দীন কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।