প্রতিনিধি 31 August 2025 , 12:16:58 প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে বিরল উপজেলার কাঞ্চন মোড়সংলগ্ন জীবন মহল বিনোদন কেন্দ্রে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সরেজমিন দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ। দর্শনার্থী নেই, কর্মচারীদের মধ্যে হতাশা। ভেতরে সর্বত্র ধ্বংসস্তূপ ভাঙা মূর্তি, উল্টে দেওয়া শিশুদের ট্রেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা চেয়ার। দরবার শরিফে অগ্নিসংযোগে পুড়ে গেছে ধর্মীয় বই, ওষুধ ও অন্যান্য সামগ্রী।
ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী জামে মসজিদও। দুটি মাইক্রোবাস, ৫ জন সংবাদকর্মীর মোটরসাইকেল, টিকিট কাউন্টার, রিসোর্টের কক্ষ, পিকনিক স্পটের টেবিল, সিসি ক্যামেরা ও ১৫টি টেলিভিশনসহ বিপুল সম্পদ ভাঙচুরের শিকার হয়।
বিনোদন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মজিবুর রহমান জানান, ২০০৪ সালে আনোয়ার চৌধুরী জীবন ছয় একর জমির ওপর এ পার্কের নির্মাণ শুরু করেন, ২০১৭ সালে এটি চালু হয়। সম্প্রতি ১৬ আগস্ট সন্ধ্যায় প্রশাসনের অভিযানে রিসোর্টে থাকা ছয়জনের মধ্যে দুজনকে জরিমানা ও কারাদণ্ড এবং জীবন মহল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে।
গত ১৮ আগস্ট ২০২৫ তৌহিদী জনতা নামে একটি মিছিল জীবন মহলের সামনে বিক্ষোভ করে। এর প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয়রা ২১ আগস্ট সমাবেশ ডাকেন। ওই সময় ফেসবুক থেকে বিভিন্ন উপজেলায় মাইকিং করে মানুষ জড়ো করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে প্রায় চার হাজার মানুষ পিকআপে পাথর ও দেশি অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। তারা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, এরপর শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট।
হামলায় গুরুতর আহত হন কর্মচারী মঞ্জুরুল আলম (৪০) ও মিজান (৪৮)। তাঁরা ঢাকা ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় আরও অন্তত ২০ জন চিকিৎসা নিয়েছেন।
মালিক আনোয়ার চৌধুরী জীবন দাবি করেন, এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, নগদ ১৩ লাখ টাকার বেশি লুট করা হয়েছে। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
জীবন মহলের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ১০০ কর্মচারীর পরিবার এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। দুই শতাধিক দোকানের ব্যবসা চলে এখানে। আমরা হতাশ হয়ে পড়েছি।
বাহিরের চা দোকানদার আ. হালিম বলেন, এখানে বিনাসুদে ঋণ, চিকিৎসা সেবা দেওয়া হতো। মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে, হামলার পরের দিন শুক্রবার জুমার নামাজ পড়া যায়নি।
বিনোদন কেন্দ্রের মালিক আনোয়ার চৌধুরী জীবন অভিযোগ করেন, আমার সুনাম ক্ষুণ্ণ করতে প্রতিদ্বন্দ্বীরা তৌহিদী জনতার নাম ব্যবহার করেছে। হামলাকারীরা সবাই বাইরের।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক বলেন, জীবন চৌধুরী দানবীর মানুষ। তাঁর প্রতিষ্ঠানের ক্ষতি করা একেবারেই অনুচিত।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।