অন্যান্য

দিনাজপুরে বাস দুর্ঘটনায় আহত গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫

  প্রতিনিধি 25 August 2025 , 4:31:59 প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন।

তিনিও নিজে আহত হয়েছেন বলে জানান। লাইভে তিনি বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি আরও জানান, আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেলেছেন।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন এবং সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ