অন্যান্য

দিনাজপুরে ২৬ কেজি গাঁজাসহ আটক ২ ট্রাক জব্দ

  প্রতিনিধি 23 August 2025 , 5:59:00 প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে মাদকবিরোধী নিয়মিত অভিযানে প্রায় ৭ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) রাতে দিনাজপুরের বিরল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন: টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নন্দপাড়া গ্রামের কাজী ছোহরাব এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহীনের পুত্র মোঃ সুমন (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, টাঙ্গাইলের কাজী সোহেল এবং সুমন ঢাকা মেট্রো ট-১২-৫৫-৭৭ নম্বরের একটি ট্রাকে করে কুমিল্লা থেকে দিনাজপুরের বিরল উপজেলায় প্রবেশ করছিলেন। এম এম ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ডিএনসি সদস্যরা তাদের আটক করে।
ট্রাকের ভেতর দুটি বস্তা থেকে মোট ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি নিয়মিত মামলা (৩৬(১) সরণির ১৯(গ) ৪১/২৬(১) ধারায়) দায়ের করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ