অন্যান্য

দিনের আলোয় কষ্ট হয় অন্ধকারই তার প্রিয় -শিশু জামিলার বাঁচার আকুতি

  প্রতিনিধি 17 October 2024 , 3:51:07 প্রিন্ট সংস্করণ

সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের আবাসনের বাসিন্দা সোহেল হাওলাদার’র মেয়ে চোখের ক্যান্সারে আক্রান্ত ছয় বছরের জামিলা। সব কিছু ধীরে যেন যন্ত্রণাময় হয়ে উঠেছে। সুখের জীবনে বাসা বেধেছে অসুখ। যে শিশুর দিনব্যাপী থাকার কথা অন্যদের সাথে খেলায় মত্ত। কিন্তু বর্তমানে তার জীবন কাটে শুধুই একাকিত্ব। চোখে সহ্য হয়না দিনের আলো। কষ্ট হয় রাতের লাইটে। শুধু মাত্র অন্ধকারই যেন তার প্রিয়। দিনরাত ঘরের মধ্যে থাকতেই যেন বেশি পছন্দ তার।

জানা যায়, কয়েক মাস আগে জামিলার বাম চোখে প্রথমে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে চুলকানি ও লাল হয়ে চোখের উপরে সাদা একটি আবরন পরে। এরপর ডাক্তারের পরামর্শে দুইবার ছানি অপারেশন করলেও সমস্যার কোন সমাধান হয়নি। সর্বশেষ ডাক্তার জানায় তার চোখে টিউমার হয়ে তা ক্যান্সারে পরিনত হয়েছে। তবে ক্যান্সারটি এখন পর্যন্ত চোখের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। চোখটি তুলে না ফেললে তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে চোখের টিউমারটি বড় হয়ে বাহিরে বেড়িয়ে এসেছে। চোখ থেকে অনবরত ঝরছে পানি, সহ্য করতে পারছে না কোন আলো।

তার অভিভাবক পক্ষ থেকে জানান, অপারেশন করার আগে আট’টি ক্যামো থেরাপী দেয়ার কথা বলেছে ডাক্তার। প্রতিটি ক্যামো থেরাপীতে খরচ প্রায় ২৫ হাজার টাকা। তার চিকিৎসায় সব মিলিয়ে এখনও প্রায় কয়েক লক্ষ টাকার প্রয়োজন। যা তার দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। শুরু থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে সর্বস্ব হারিয়ে নিরুপায় হয়ে পরেছে তার পরিবার। এখন মানুষের সহযোগিতাই একমাত্র ভরসা। মেযের চিকিৎসায় সর্বোস্ব হারানো পিতা সোহেল ও তার স্বজনরা বিত্তবানদের কাছে সহযোগীতার হাত বাড়িয়েছে। সকলের দোয়া ও সহযোগীতায় বাঁচতে পারে অসুস্থ শিশু জামিলার জীবন। জামিলাকে সাহায্যের জন্য যোগাযোগের মোবাইল নম্বর

০১৭৩২-৩৪৩১৬৬ (বিকাশ/নগদ)। এছাড়া তার নানা মো.বাহাদুর হাওলাদারের সিটি ব্যাংক বানাতি বাজার কলাপাড়া পটুয়াখালী শাখার ২২০৩৬১২০২৮০০১ এ্যাকাউন্টে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ বিষয়ে বলেন, শিশুটিকে তিনি দেখে এসেছেন। তার চোখে ক্যান্সার ধরা পরেছে। সরকারীভাবে প্রধান উপদেষ্টার তহবিল ও উপজেলা পরিষদের অপ্রত্যাশিত তহবিল থেকে শিশুটির চিকিৎসার জন্য সহায়তা করার হবে বলে আশ্বাস দেন। এছাড়া তিনি শিশুটির জীবন বাঁচাতে সমাজে বিত্তশালীসহ সকলকে আর্থিক সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ