SAJJAD SAGOR
তাঁর জন্ম ও বেড়ে ওঠা ভারতে। পরে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। খেলোয়াড় হয়েও ক্যারিয়ার শুরু হলেও একসময় তিনি নাম লেখান সিনেমায়। অভিনয় করেছেন হলিউড ও বলিউডে। ভক্তদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়। নানা কারণে দালিপ সিং আলোচনায় আসেন। ভক্তদের কাছে তিনি ‘দ্য গ্রেট খালি’ হিসেবেই পরিচিত। আজ তাঁর জন্মদিন। ১৯৭২ সালে তাঁর জন্ম। বিশেষ এই দিনে তাঁকে নিয়ে জেনে নিতে পারেন জানা অজানা গল্প।তাঁর জন্ম ভারতের হিমাচল প্রদেশে। শৈশব থেকেই অর্থনৈতিকসহ নানা সংকটে সংগ্রাম করতে হয়েছে এই অভিনেতাকেতাঁদের পরিবার ছিল অনেক বড়। ছিলেন ৮ ভাই–বোন। আয়ের জন্য তাঁকে দারোয়ানসহ নানা কাজ করতে হয়েছে। বেশির ভাগ সময় তাঁকে তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে হতো। ছিলেন উপহাসের পাত্রতিনি শিমলায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। সেখান থেকেই একসময় পাঞ্জাবের পুলিশের এক কর্মকর্তার চোখে পড়েন। পাঞ্জাব পুলিশে যোগ দিয়ে তিনি নানা পর্যায়ের খেলাধুলা ও শারীরিক চর্চার প্রশিক্ষণ শুরু করেন। পরে রেসলার হিসেবে তাঁর দেশ–বিদেশে যাওয়ার সুযোগ হয়।তাঁর উচ্চতা ৭ ফুট এক ইঞ্চি। খাওয়ার জন্য তিনি ছিলেন বিশেষ পরিচিত। একদিনে ৬০ থেকে ৭০টি ডিম খেতে পারতেন এই অভিনেতা। ক্যারিয়ারের শুরুর দিকে প্রতিবার খাওয়ার সময় ১৫ থেকে ২০টির মতো ডিম থাকত তাঁর প্লেটে। প্রায় দেখা যেত দিনে ৭০টি ডিম খাওয়া হয়েছে।রেসলিং দিয়ে আলোচনায় এলেও একসময় তাঁর নামের আগে যোগ হয় মি. ইন্ডিয়া। দেশের হয়ে বড় বড় অর্জন রয়েছে তাঁর। পরে তিনি অভিনয়ে প্রশংসিত হতে থাকেন।তাঁর অভিনয়ের শুরু হলিউডে। ‘দ্য লংগেস্ট ইয়ার্ড’, ‘গেট স্মার্ট’; এ ছাড়া ভারতীয় সিনেমা ‘কুস্তি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেনতিনি ‘বিগ বস’ অনুষ্ঠান সালমান খানের সঙ্গে অংশ নিয়েও আলোচিত হন। বর্তমানে তিনি ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত