প্রতিনিধি 29 August 2025 , 3:57:09 প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বৈষম্য সমাধান হলো।
ইমাম-মুয়াজ্জিনদের নিয়োগ বিধি, শিক্ষাগত যোগ্যতা এবং দায়িত্বক্ষেত্র অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে অভিন্ন হলেও বেতনের ক্ষেত্রে বৈষম্য চলছিল। বিষয়টি সমাধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এবং পাবলিক সার্ভিস কমিশনে একাধিকবার চিঠি-পত্র ও আলোচনার পরও কোনো ফলাফল আসেনি।
২০১৫ সালে “স্বাস্থ্য বিভাগীয় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ সমিতি” হাইকোর্টে রিট দায়ের করলে আদালত ১০ নভেম্বর রুল জারি করেন।
এর ধারাবাহিকতায়, গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়েছে—
ইমামদের ১১তম গ্রেড থেকে উন্নীত করে ৯ম গ্রেডে প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান করা হবে।
মুয়াজ্জিনদের ১৪তম গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেড প্রদান করা হবে।
৩০ নভেম্বর ২০০৬ সালের পর যোগদানের তারিখ থেকে নতুন বেতন স্কেল ও গ্রেড প্রযোজ্য হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, রায়ের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হয়েছে।