(সুমন আহমেদ) দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খাইরগাঁও গ্রামে দীর্ঘ যুগের পরে স্বপ্ন পূরণ গ্রাম'বাসী মিলে একটি সপ্নের প্রতিষ্ঠান গড়ে তুলেন।খাইরগাঁও একটি জনবহুল গ্রাম। যে গ্রামে ৪টি পাড়া সহ ৫টি জামে মসজিদের আওতায় ৩০০টির বেশি পরিবার ও কয়েক হাজার মানুষ বসবাস করছে।
বাংলাদেশের পুলিশ সদস্যের কর্মরত মোহাম্মদ আবদুল মানিক জানান:- আমরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বিসমিল্লাহ একাডেমি খাইরগাঁও প্রতিষ্ঠান তৈরি করতে পেরে খুবই আনন্দিত।
মাও জুয়েল আমিনী,মাও আলী আসগর,নুরুজ্জামান শিপু,শামীম আহমেদ এক যৌথ বিবৃতিতে জানান:-
দুঃখের বিষয় হলো আমাদের গ্রামে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান পাইনি বা গড়ে তুলতে পারিনি। গত ৭-৮ বছর যাবত অনেক চেষ্টার পরেও সফল হতে পারিনি। অবশেষে মহান আল্লাহর দয়ায় ২৪ সালের শুরুতে আমরা ৫ জন যুবক আলোচনায় বসি এবং সিদ্ধান্ত নেই যেভাবেই হোক একটা প্রতিষ্ঠান করতে হবে।
আলহামদুলিল্লাহ!
আমরা সফলতার মুখ দেখতে চলেছি। লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যত প্রজন্মকে আগামীর জন্য গড়ে তোলা। শিক্ষার মান উন্নত করা,আদব,কায়দা,বাংলা, ইংরেজি পাশাপাশি ইসলামী শিক্ষা ছড়ানো।
গ্রামের ও এলাকার অনেকেই আমাদেরকে পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে নিচ্ছেন।আপনারাও আমাদেরকে ভালবাসা ও আন্তরিক পরামর্শ দিয়ে এগিয়ে নিবেন এই প্রত্যাশা করছি।
শিক্ষার উদ্দেশ্য হল একটি শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা।