প্রতিনিধি 26 October 2024 , 4:54:16 প্রিন্ট সংস্করণ
আলমগীর হোসেন
উপজেলা প্রতিনিধী
বদরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর রুস্তমাবাদ গ্রামের আবু বক্কর সিদ্দিক গত ০১/০১/২০১৬ সালে হঠাৎ মৃত্যুবরণ করেন। কিন্তু রেখে যায় অনেক সম্পত্তি। ওই সম্পত্তি নিয়ে লেগে যায় দুই পক্ষের সংঘর্ষ প্রথম পক্ষ আবু বকর সিদ্দিক এর স্ত্রী এবং সন্তান মোহাম্মদ আবু সাঈদ দ্বিতীয় পক্ষ আবু বকর সিদ্দিক চাচাতো বোন ফিরোজা খাতুন। বিষয়টি স্থানীয়ভাবে অনেকবার মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি। এক পর্যায়ে তারা মামলায় জড়িয়ে পড়ে। মামলায় ফিরোজা খাতুন উল্লেখ করেন যে তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক ও আনোয়ারা খাতুন নিঃসন্তান। তার কোন সন্তান নেই তাই তিনি ভাইয়ের সম্পদ দাবি করেন। আবু সাঈদ আবু বকর সিদ্দিকের পালক পুত্র। কিভাবে আবু সাঈদ সম্পত্তি পাবে এটা তিনি উল্লেখ করে মামলায়। (মামলা নং ২১/২০১৬) উক্ত মামলার রায় প্রকাশ করেন মহামান্য আদালত। এতে বলা হয়েছে আবু সায়েদ মৌখিকভাবে আবু বক্করের পুত্র বলে দাবি করে। আবু সায়েদ আবু বকর ও আনোয়ারা খাতুন এর সন্তান কিনা তা একমাত্র ডি এন এ এর মাধ্যমে নিশ্চিত করা যাবে। তাই ডি এন এ এর আদেশ প্রদান করেন আদালত। কিন্তু আনোয়ারা বেগম ডিএনএ টেস্ট করতে রাজি নন। এদিকে আবু সাঈদ আবু বক্করের সন্তান বলে দাবি করেন এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় যে আবু বক্কর ও আনোয়ারা খাতুন নিঃসন্তান সন্তান। আবু সাঈদ আবু বক্করের পালক পুত্র।
২৫/০৯/২০২৪ তারিখে ফিরোজা খাতুনের ওয়ারিশরা জমি দখল করতে গেলে আনোয়ারা বেগম থানায় অভিযোগ করেন। ১২/১০/২০২৪ তারিখে বদরগঞ্জ থানা উভয়পক্ষকে শুনানি করে,
গতকাল ২৩/১০/২০২৪ তারিখে আবারো এর মিমাংসা করার চেষ্টা করেন, তবে এতে কোন ফলাফল পান নি বদরগন্জ থানা।