অন্যান্য

দুই দফা চেষ্টা করেও উড্ডয়নে ব্যর্থ, বিমানের ইঞ্জিনে সমস্যা শারজাহ্ যান্ত্রিক ত্রুটির কারণে ৪ ঘণ্টা ধরে বিমানে যাত্রী আটকা

  প্রতিনিধি 30 July 2025 , 12:51:19 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাতে প্রতিনিধি

শারজাহ থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৫২) একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা প্রায় ছয় ঘণ্টা ধরে বিমানের ভেতরেই আটকে ছিলেন। পরে তৃতীয় দফার চেষ্টায় বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) শারজাহর স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে উড্ডয়ন করার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে অর্থাৎ ২টা ১৫ মিনিটে প্রথম দফা বিমান উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়েতে যায় ফ্লাইটটি। এ সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট রানওয়ে থেকে ফ্লাইটটি ফিরিয়ে নেয়। পরে দ্বিতীয় দফায় ভোর ৪টায় আবারও উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে বুধবার (৩০ জুলাই) সকাল ৭টায় যান্ত্রিক ত্রুটির সমাধান করে তৃতীয় দফার চেষ্টায় উড্ডয়নে সফল হয় পাইলট।

ফ্লাইটে থাকা ঢাকার এক প্রবাসী গণমাধ্যমকে জানান, তাদের মূল ফ্লাইটটি ছিল বুধবার রাত ১টা ১৫ মিনিটে। তারা বোর্ডিং পাস পেয়ে সময়মতোই উড়োজাহাজে উঠেছিলেন। সাময়িক কারণে প্রথমে বিমানের ফ্লাইটটি একঘণ্টা দেরি হয়। পরে রাত ২টা ২০ মিনিটে উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে গেলেও উড্ডয়ন না করেই ফিরে আসে। এর পর দুই ঘণ্টা পর ভোর ৪টায় আবারও উড্ডয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়ে রানওয়ে থেকে ফিরে আসে।

এর আগে গত ১৭ জুলাই ২৭৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ বিমানের ফ্লাইট ৩০ ঘণ্টা দুবাই বিমানবন্দরে আটকে ছিল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ