অন্যান্য

দুবাইতে ঢাকার মাইলস্টোন ট্রাজেডির স্বরণে বাংলাদেশ প্রবাস ক্লাব ইউ এই এর শোকপ্রকাশ ও বিশেষ দোয়া মাহফিল।

  প্রতিনিধি 25 July 2025 , 3:12:21 প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

দুবাইতে ঢাকার দিয়া বাড়ি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কুল ছাত্র/ছাত্রী, শিক্ষক / শিক্ষিকা ও অবিভাবক ও পাইলট তৌকিরসহ নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে “বাংলাদেশ প্রবাস ক্লাব ইউএই”এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিহতেরদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেলের প্রতিনিধি কনসুলেটের প্রথম সচিব প্রেস মুহাম্মদ আরিফুর রহমান বলেন আমরা সবাই গভীরভাবে শোকাহত মর্মাহত এ শোকের আভসে কারো কান্না যেন থামছিলনা, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে গতকাল কনসুলেটেও শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে, সুখেদুঃখে দেশ ও মানুষের পাশে থাকার “প্রবাস ক্লাবের” এ উদ্যোগ সবার কাছে অত্যান্ত প্রশংসার দাবি রাখে। কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান নিজেই এ মহত উদ্যোগের ভূয়সী প্রসংশা করে কনসুলেটের হয়ে আমাদের উপস্থিত হতে বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বাংলাদেশ প্রবাস ক্লাবের সভাপতি এস এম ফয়জুল্লাহ শহিদ বলেন: অপ্রত্যাশিত নির্মম এ দুর্ঘটনায় দেশের মানুষের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের মাঝেও নেমে আসে শোকের ছায়া।নিষ্পাপ বাচ্চাদের হ্রদয়বিধারক এ দৃশ্যে শোকের আবহে ব্যাথিত প্রবাসী বাংলাদেশিরা সুখে- দুঃখে সর্বদা আছে দেশের তরে, দেশের মাটি ও মানুষের জন্য তারা বিদেশ খেটে মরে,তাদের মনটা পড়ে থাকে প্রিয় মাতৃভূমিতে, শত অবহেলা ও লাঞ্চনার শিকার হ’য়েও দেশের পাশে থেকে দেশকে ভালোবাসে নিঃস্বার্থভাবে দেশের মাটি ও মানুষের জন্য কাঁদে। তিনি বলেন মানুষ মানুষের জন্য প্রবাসীরা সবার জন্য এ ব্রত নিয়ে বাংলাদেশ প্রবাস ক্লাব আমিরাতে অসংখ্য অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কাজ করেছেন। মানবিক দৃষ্টান্ত রেখে অনেক প্রবাসীর লাশ দেশে প্রেরনে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ প্রবাস ক্লাব দেশের পাশে আছে সামনেও দেশ ও মানুষের পাশে থাকতে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মাদ সালাউদ্দিন বলেন : দলমত নির্বিশেষে দেশে বিদেশে সকলকেই জাতির এ মাতমে স্বতস্ফুর্তভাবে দোয়া আচার করা উচিৎ কারণ মাছুম বাচ্চাগুলা আমাদেরই ভবিষ্যত।

বাংলাদেশ প্রবাস ক্লাব ( বি ই সি) আরব আমিরাতের সভাপতি প্রবাসী সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চ্যানেল এস নিউজ আরব আমিরাত প্রতিনিধি এম শামসুর রহমান সোহেল এর সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল রাশেদুজ্জামান এর প্রতিনিধি হিসেবে কনসুলেট এর প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মাদ সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শরিফ, কমিউনিটি নেতা রানা মুহাম্মদ ইউসুপ, মুহাম্মাদ মানিক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, চ্যানেল ২৪ এর আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ , বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আলম, মনপুরা রেস্টুরেন্টে এর সত্তাধিকারী মুহাম্মদ জসিমউদদীন, বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ , যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার , সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক রাসেল রাজ, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রচার সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি রিদ ওয়ান সহ সংগঠনের সদস্য বৃন্দ।

নিহতদের শোকসন্তপ্ত পরিবাররের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়, সাথে ২৪এর জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য সহ দেশের কল্যানে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবুল কালাম – ইমাম ও খতিব সোনাপুর সরকারি মসজিদ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ