অন্যান্য

দুমকিতে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা

  প্রতিনিধি 19 March 2025 , 2:43:50 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে বাধা প্রদান ও হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ফেমাস ব্রিক্সের মালিক মো. কাইয়ুম হাওলাদারসহ ৯ জনেররনাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন চরগরবদি গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার (৫৭), তার ভাই আবু বক্কর হাওলাদার (৫৫), ফারুক হাওলাদার (৫৩), ইটভাটার ম্যানেজার আবদুর রহিম (৪৫), চরগরবদি গ্রামের জয়নদ্দি হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (৪৬) ও জব্বর হাওলাদার(৫৩), একই গ্রামের জব্বর মীরের ছেলে উজ্জল মীর (৩২)। এছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানাযায়, ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকার ড্রামচিমনির অবৈধ ইটভাটা ফেমাস ব্রিক্স গুড়িয়ে দিতে যায়। পটুয়াখালীর নির্বাহি মেজিষ্ট্রেট নুরুল আক্তার নিলয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম স্ক্যাভেটর মেশিন নিয়ে ভাটাটির চিমনি চুল্লিসহ আংশিক গুড়িয়ে দেয়।
এসময় ইটভাটার মালিক ও শ্রমিকসহ অভিযুক্ত আসামিরা উগ্রমূর্তিতে নির্বাহী মেজিষ্ট্রেট, পুলিশসহ টিমের অন্যান্যদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধা প্রদান করে।
এমন পরিস্থিতিতে অভিযান স্থগিত করতে বাধ্য হতে হয়। পরবর্তীতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে যথাযথ অনুমোদনের পর জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৭ মার্চ দুমকি থানায় মামলাটি দায়ের করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ