প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১০:৫৭ এ.এম
দুমকিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, উপজেলা জামাতের আমির মাওলানা জালাল আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা নবাগত ইউএনওকে অবহিত করেন। নবাগত ইউএনও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.