অন্যান্য

দুমকির পায়রা সেতুর টোলপ্লাজায় ২ ডাকাত আটক

  প্রতিনিধি 14 May 2025 , 4:39:49 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু টোলপ্লাজায় ঢাকা-পটুয়াখালী মহাসড়কে দুই ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে দুমকি থানা পুলিশের নিয়মিত টহলের সময় এসআই তাওহিদ ও এএসআই ফরিদের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাউফলের গুলবাগ এলাকার মো. আল আমিন (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার আল আমিন তারেক (৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালগামী একটি মাইক্রোবাসকে সিগনাল দিলে গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ২ জন নামেন এবং গাড়ির পেছন থেকে একটি ব্যাগ বের করেন। এ সময় ড্রাইভার গাড়ি দ্রুতগতিতে চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশ সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন।

আটকদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ২টি পিস্তল, একটি ওয়াকিটকি, ৩টি র‍্যাবের পোশাক, ৫টি মোবাইল সেট ও ২টি গাড়ির নম্বর প্লেট।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ