অন্যান্য

দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

  প্রতিনিধি 19 April 2025 , 11:22:21 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন

 

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পটুয়াখালীর দুমকীতে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা (২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে (৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

 

পুলিশ ও প্রতক্ষদর্শীদের ভাষ্য, চামড়ার নিচে পোকা ধরে গেছে এবং হাঁটতে অক্ষম রুস্তুম আলী তালুকদারের এমন একটি অসুস্থ পশু ১০ হাজার টাকা মূল্যে ক্রয় করে আজ ভোরে জবাই করে গোস্ত বিক্রি করছিলেন ব্যবসায়ী রনি মৃধা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে গোস্তো জব্দ করে। এসময় পালিয়ে যায় রনি মৃধা। পরে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকে জরিমানা করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ