প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৪:২৭ পি.এম
দুমকীতে বিপি’র জন্মদিনে বনার্ঢ্য র্যালি

সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি :
স্কাউটস্ প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল(বিপি) এর ১৬৮ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে এক বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটস্ এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ মিজানুর রহমান । এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের গ্রুপ কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, মোসা: মাকসুদা আক্তার, সাবেক কমিশনার আ: খালেক হাওলাদার, সাবেক স্কাউট লিডার মোঃ আসলাম হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, স্কাউট লিডার মোঃ ফরহাদ হোসেন খান, কাব লিডার মোঃ শাকিবুর রহমান সজীব ও রোভার স্কাউটার রুবেল গাজী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাব ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.