প্রতিনিধি 13 March 2025 , 1:40:14 প্রিন্ট সংস্করণ
সাকিব হোসেন
পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী দুমকি প্রেস ক্লাবে ইফতারের দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুমকি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক সদস্য, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
দুমকি প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র উপজেলা প্রতিনিধি আবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের দুমকি উপজেলা সংবাদদাতা সাইদুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক ইসলামী আন্দোলন দুমকি উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল হোসেন মৃধা প্রমুখ। এসময় দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দুমকি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ শামীম আহমেদ।