অন্যান্য

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  প্রতিনিধি 1 January 2025 , 3:29:28 প্রিন্ট সংস্করণ

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

 

 

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার দায়ে আল আমিন (২৬), বাবুল মিয়া (৩৫), আরাফাত (৩০) নামে তিন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ রেজওয়ানুল কবীর।

 

 

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর জানান, লক্ষিপুর এলাকায় চোরাই বালু মজুদ করা হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সত্যতা পাওয়ায় তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা করে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আত্রাখালী ও তেরীবাজার বালুঘাট এলাকা থেকে ১৫টি বালুভর্তি অটোরিক্সা আটক করা হয়।

 

 

উপজেলার কোথাও কেউ অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

আনিসুল হক সুমন

 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,০১/০১/২০২৫ ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ