অন্যান্য

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  প্রতিনিধি 8 March 2025 , 1:50:14 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার দুপুরে  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবস পালিত হয়।

 এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওয়াইডব্লিওউসিএ’র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, নারী উদ্দ্যেক্তা শেফালী হাজং প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, পারি ডেভেলপমেন্ট এর কর্মকর্তা প্রিন্স কোরাইয়া, ইউপি প্যানেল, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার, শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে সহযাত্রী হিসেবে কাজ করার জন্য আহবান জানানো হয়।

আনিসুল হক সুমন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি, ০৮/০৩/২০২৫ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ