অন্যান্য

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  প্রতিনিধি 11 January 2025 , 6:14:42 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

 

নেত্রকোনার দুর্গাপুরে বাকলজোড়া চাকুরিজীবী কল্যান সংস্থার আয়োজনে পঞ্চম ও অষ্টম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত দশজন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, প্রধান ও বিশেষ অতিথিদের এ সংবর্ধনা দেওয়া হয়।

 

এ উপলক্ষে আলোচনা সভায় সংস্থার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায়, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আকলিমা বানু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা পুলিশ সুপার  মীর্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া, বিভিন্ন দপ্তরে কর্মরত অত্র অঞ্চলের কৃতি সন্তান, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মাহবুব আলম, বিজ্ঞানী ড. দেবব্রত পাল, উপ-পরিচালক শফিকুর রহমান সরকার, সহকারী পরিচালক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক ও প্রভাষক তোবারক হোসেন খোকন। আলোচনা শেষে আমন্ত্রীত অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

 

এ সময় অন্যদের মাঝে, বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যান সংস্থার সভাপতি সোহরাব হোসেন খান, সাধারণ সম্পাদক সুভ্রত কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক এস এম সাইফুল্লাহ্, সদস্য শাহীন, সৌরভ, উজ্জ্বল, দিলিপ, পিযুস, শাহিদ বেগ, শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ