অন্যান্য

দুর্গাপুরে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন 

  প্রতিনিধি 25 February 2025 , 2:45:05 প্রিন্ট সংস্করণ

আনিসুল হক সুমন

 

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।

 

 

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক এর সঞ্চালনায়, কৃষি অফিসার নিপা বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ৷

 

 

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। চলমান কৃষি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে টেকসই কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও দুর্গাপুর উপজেলার মানচিত্র, আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, পলিনেট হাউজ, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের উন্নত জাত, কৃষকদের উৎপাদিত পণ্য, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকার নার্সারির মালিকগন বিভিন্ন গাছের চারা নিয়ে এ মেলায় স্টল দিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ