দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী (৭৫) কে সেনাবাহিনী ও স্থানীয় উপজেলা প্রশাসন, শুক্রবার বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম ভুলিগাঁও গ্রামে রাষ্ট্রীয় গার্ড অফ অনার ও সেনাবাহিনীর সামরিক মর্যাদায় শেষ বিদায় দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে একটা ফ্লাইটে মরদেহটি বাংলাদেশে পৌঁছায়। পরে বিকেলে মরদেহ নিজ গ্রামের বাড়ি ভুলিগাঁও গ্রামে আসলে আনুষ্ঠানিকতা ও জানাযার নামাজ শেষে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর,সেনাবাহিনীর একটি দল ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানা যায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে আইয়ুব আলী ১১ নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও নানা কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে মাতৃভূমিকে হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ক্যাপ্টেন হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। ২০০১ সালে তিনি অবসরপ্রাপ্ত হন।
মুক্তিযোদ্ধা আইয়ুব আলী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় ছেলের সাথে বসবাস করতেন। সেখানেই ক্যান্সার আক্রান্ত হলে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও ৪ছেলে সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণী শোক প্রকাশ সহ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আনিসুল হক সুমন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,১৪/০২/২০২৫ইং