অন্যান্য

দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  প্রতিনিধি 10 March 2025 , 11:46:17 প্রিন্ট সংস্করণ

oplus_0

আনিসুল হক সুমন

 

দুর্যোগের পুর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়ার মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়েছে।

 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এক র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি ধর, শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রমুখ। এছাড়া অন্যদের মাঝে, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তিতে ফায়ার ষ্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নেত্রকোনা জেলার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্ততির বিষয়টি মাথায় রেখে যে কোন দুর্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ