প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৯:৩৫ এ.এম
দুর্গাপুরে নিরাপত্তাকর্মীকে হত্যা করে গরু ডাকাতি: গ্রেপ্তার-৩

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু ডাকাতির মামলায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এর আগে গতকাল সোমবার দুর্গাপুর উপজেলার রামবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ীর দূর্গাশ্রম গ্রামের দোলন মিয়া দুলাল (২৮), শুকনাকুড়ি গ্রামের আঃ মান্নান ওরফে মান্নান (৪২), রামবাড়ী গ্রামের আঃ আউয়াল ওরফে আবাল (৩২)।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত দোলন মিয়া দুলালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন দোলন মিয়া। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সক্রিয় সদস্য আঃ মান্নান ওরফে মান্নান ও আঃ আউয়াল ওরফে আবালকে গ্রেপ্তার করা হয়। হত্যা ও ডাকাতির ঘটনায় মোট সাতজন জড়িত ছিলো বলেও জানিয়ে পুলিশ। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে গত বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে খড়ের ঘরের পালার সাথে, বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার মরদেহ দেখতে পায় তার সহকর্মী। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহতের ছেলে জালাল উদ্দীন বাদী হয়ে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার, লুণ্ঠিত গরু উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়ীটি সনাক্ত করে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
আনিসুল হক সুমন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,১১/০৩/২০২৫ইং
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.