অন্যান্য

দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

  প্রতিনিধি 10 December 2024 , 4:25:51 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আহম্মেদ আল মাহির নামে ২১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আহম্মেদ আল মাহির আলমপুর গ্রামের মোঃ কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনেই খেলছিল শিশু মাহির।

 

এ সময় ঘরে কাজ করছিলেন তার মা দুলনা আক্তার। কিছুক্ষণ পর বাড়ির উঠানে মাহিরকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার ও স্বজনরা। এক সময় বসতবাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পানিতে মাহিরের ভাসমান দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিরকে মৃত ঘোষণা করেন।

 

দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘শিশুটির মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু রুজু হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ