অপরাধ

দুর্গাপুরে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষন যুবক গ্রপ্তার

  প্রতিনিধি 30 April 2025 , 11:11:07 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) বাড়িতে একা পেয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় আবুল কাশেম (৪০) নামে একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। (২৯ এপ্রিল) মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। (২৮ এপ্রিল) সোমবার রাতে এই ধর্ষনের ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানায়, বিগত সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ী তেল কিনতে যান দোকানে সে সময় তার শাশুড়ীকে খোঁজতে ডাকাডাকি করেন প্রতিবন্ধী গৃহবধূ। পরে শাশুড়ী বাড়িতে আসার সময় টর্চলাইটের আলোতে দেখতে পান আবুল কাশেম উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যাচ্ছে।

 

পরে গৃহবধূ কে জিজ্ঞেস করলে জানতে পারেন যে, বাড়ি খালি থাকার সুযোগে একা পেয়ে আবুল কাশেম তাকে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষন করেছে। এঘটনায় মঙ্গলবার রাতেই ভুক্তভোগীর শাশুড়ী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

এব্যাপারে দুর্গাপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হবে এবং ভুক্তভোগীকে পরিক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ