প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৫, ৮:৫৮ এ.এম
দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম। ইউপিসদস্য ও স্থানীয় সূত্রে জানাযায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান ক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারে তিনি বজ্রপাতে মারা গেছেন।
ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে, তারা আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.