দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের উদ্দ্যোগে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) দুপুরে শিক্ষার্থীদের অংশগ্রহনে এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
এসময় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ শেষে এসবি রক্ষদান সামাজকল্যান ফাউন্ডেনের সভাপতি সৈকত সরকারে সভাপতিত্বে, স্কুল শিক্ষক রাজেস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষকমন্ডলী, সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে দেশের নেতৃত্ব দিবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করতে হবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশুনা করে, নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সদা সত্য কথা বলতে, কখনও মাদক সেবনে না করতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে সকলকে আহবান জানানো হয়।