অন্যান্য

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সহ নারী আটক

  প্রতিনিধি 21 April 2025 , 2:59:30 প্রিন্ট সংস্করণ

আনিসুল হক সুমন

 

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় তৈরী ডাভ সাবান, হেয়ার ওয়েল, ঝান্ডুবাম, টেলকম পাউডার, অলিভ ওয়েল সহ বিপুল পরিমান কসমেটি সহ একজন কে আটক করা হয়েছে। রোববার রাতে পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে কসমেটিক সহ সোনিয়া (৩৭) নামে এক মহিলা কসমেটিক ব্যবসায়িকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

 

মামলা সুত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে কসমেটিকের বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। পরে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিক আটক করা হয়। এর মধ্যে ডাব সাবান একশত পিস, হেয়ার ওয়েল পয়তাল্লিশ পিচ, ঝান্ডুবাম চল্লিশ পিস, টেলকম পাউডার আটশত পিস এবং অলিভ ওয়েল নব্বই বোতল। সেইসাথে পাচারকারী হিসেবে সোনিয়া নামক এক মহিলা ব্যাবসায়িকে আটক করা হয়। এছাড়া অভিযান চলাকালীন সময়ে একটি পরিত্যাক্ত ব্যাগ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদক ও চোরাচাল বিষয়ে অভিযানে ভারতীয় কসমেটিক সহ ১জন এবং ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মদ ও চোরাচালান রোধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ