অন্যান্য

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় মদ সহ আটক দুই

  প্রতিনিধি 31 May 2025 , 2:48:41 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশি অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল মদ সহ দুইজন কে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাত ১১.৩৫ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ^রগঞ্জ এলাকার দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও মোঃ মোস্তাকিম ফকির (২৪) এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পুরাতন নীল রংয়ের পিক-আপ গাড়ী জব্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ওই নীল রংয়ের পিক-আপের মাঝে মাছ বহনকারী বড় দুইটি টেংকির মাঝে বস্তায় করে অভিনব কৌশলে নেয়া হচ্ছিল এই মাদকের চালান। পরবির্ততে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শিবগঞ্জ-ধোবাউরা গামী পাকা রাস্তার উপরে একটি পিক-আপ ভ্যান আটক করে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তিতে ওই ভ্যানে অভিযান চালালে ২টি টেংকির ভিতর থেকে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল গুলো। এসময় পিক-আপ ভ্যান সহ দুইজন কে আটক করে থানায় আনা হয়। এর মধ্যে ৪২ বোতল ROYEL STAG, ৪৩ বোতল MC DOWELLS LUXURY, ৩৩ বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY, ১২ বোতল BLENDERS PRIDE RARE PREMIUM WHISKY এবং এই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের পিক-আপ ভ্যান রয়েছে। যাহার আনুমানিক মুল্য ১২ লক্ষ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে শনিবার (৩১ মে) দুপুরে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে একটি মাদক চক্র সক্রিয় হয়ে ওঠেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের চৌকস পুলিশ বাহিনী মাদক ও চোরাচালান রোধে সর্বদা সতর্ক রয়েছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে আমাদের নিজস্ব সোর্স মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না। আটককৃত ব্যাক্তি ও মালামালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আনিসুল হক সুমন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি,৩১/০৫/২০২৫ইং

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ